জাতীয়

চট্টগ্রামে ব্যুরো অফিস খুলবে আইএসপিআর

সাংবাদিকদের সাথে তথ্য আদান-প্রদান আরও সহজতর করতে চট্টগ্রামে ব্যুরো অফিস খুলবে আইএসপিআর। রোববার (১৮ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিষ্ঠানটির পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ এ কথা বলেন।

Advertisement

তিনি বলেন, আইএসপিআর-এর সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। সশস্ত্র বাহিনীর কণ্ঠস্বর, মুখপাত্র আইএসপিআর। চট্টগ্রাম ছাড়াও দেশের আরও কয়েকটি বিভাগীয় শহরে ব্যুরো অফিস খোলার প্রক্রিয়া এগিয়েছে। আমরা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য কাজ করি। আমাদের ওয়েবসাইটে সব কর্মকর্তার নম্বর দেয়া রয়েছে। আমাদের ফেসবুক পেজ আছে, সব কমেন্টস দেখি। পরামর্শ বক্সও আছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিকের জিটুআই মেজর আবু সাঈদ গোলাম মওলা, আইএসপিআর-এর সহকারী পরিচালক নূর ইসলাম, তাপসী রাবেয়া প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

আইএসপিআর সাংবাদিকদের সত্য তথ্য দিয়ে থাকে উল্লেখ করে আইএসপিআর-এর পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম। এখানে রয়েছে দ্বিতীয় বৃহত্তম প্রেস ক্লাব। সাংবাদিকদের দেশপ্রেম নিয়ে নিউজ করতে হবে। কারণ, সাংবাদিকদের মানুষ বিশ্বাস করে। আমরা চেষ্টা করব দ্রুত তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা করার। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলমান উন্নয়ন কাজগুলো সাশ্রয়ী হচ্ছে।

Advertisement

সাংবাদিকরা বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর তথ্য, ছবি, ভিডিও ফুটেজ দ্রুত সরবরাহের আহ্বান জানিয়ে মতবিনিময় সভায় বলেন, সাংবাদিকরা দেশের কল্যাণে কাজ করছেন। আইএসপিআরও দেশের জন্য কাজ করছে। জরুরি মুহূর্তে আইএসপিআর-এর মুখপাত্রের সঙ্গে সাংবাদিকদের যোগাযোগ সহজতর করলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। মূলধারার গণমাধ্যম সঠিক সময়ে সঠিক সংবাদ দিলে ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য বা গুজব ছড়ানো বন্ধ হবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সহ-সভাপতি সালাউদ্দিন রেজা, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সিনিয়র সাংবাদিক সমীর বড়ুয়া, শামসুল হক হায়দরী, হাসান আকবর, নিরুপম দাশ গুপ্ত, সারোয়ার সুমন, শহীদুল্লাহ শাহরিয়ার, অনিন্দ্য টিটো, হামিদ উল্লাহ, শিমুল নজরুল, তাজুল ইসলাম, আলমগীর সবুজ, নয়ন বড়ুয়া জয় প্রমুখ বক্তব্য রাখেন।

আরএস/পিআর

Advertisement