জাগো জবস

নৌবাহিনীর একাধিক পদে চাকরির সুযোগ

বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জেমে ৭টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ আগস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনীঘাঁটির নাম: বানৌজা শহীদ মোয়াজ্জেম

পদের নাম: প্রশিক্ষক (পদার্থ)পদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: পদার্থ বিজ্ঞানে বিএসসি (সম্মান)বেতন: ২৬,০০০ টাকা

পদের নাম: প্রশিক্ষক (রসায়ন)পদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: রসায়ন বিজ্ঞানে বিএসসি (সম্মান)বেতন: ২৬,০০০ টাকা

Advertisement

পদের নাম: প্রশিক্ষক (বাংলা)পদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: বাংলায় বিএ (সম্মান)বেতন: ২৬,০০০ টাকা

পদের নাম: ডেমনস্ট্রেটর (পদার্থ)পদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: পদার্থ বিজ্ঞানে বিএসসি (সম্মান)বেতন: ২৬,০০০ টাকা

পদের নাম: জুনিয়র প্রশিক্ষক (ইলেক্ট্রনিক্স)পদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রনিক্স)বেতন: ২০,০০০ টাকা

পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্স (পদার্থ ল্যাবরেটরি)পদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে এসএসসি/এইচএসসিঅভিজ্ঞতা: পদার্থ ল্যাব পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকারবেতন: ২০,০০০ টাকা

Advertisement

পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্স (রসায়ন ল্যাবরেটরি)পদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে এসএসসি/এইচএসসিঅভিজ্ঞতা: রসায়ন ল্যাব পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকারবেতন: ২০,০০০ টাকা

চাকরির ধরন: অস্থায়ীকর্মস্থল: কাপ্তাই, রাঙ্গামাটি

যার বরাবর আবেদন: অধিনায়ক, বানৌজা শহীদ মোয়াজ্জেম, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

আবেদন ফি: ১-৪ নং পদের জন্য ৩০০ টাকা এবং ৫-৭ নং পদের জন্য ২০০ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে।

ব্যাংকের নাম: সঞ্চয়ী হিসাব নং ৩৪০০১৬৩৫, সোনালী ব্যাংক, বড়ইছড়ি শাখা, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

নির্বাচনী পরীক্ষা: ২৫ আগস্ট ২০১৯সময়: সকাল ১০টাস্থান: বানৌজা শহীদ মোয়াজ্জেম, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

সূত্র: জাগোজবস ডটকম

এসইউ/পিআর