লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
Advertisement
রোববার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি মিডওয়ের রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান বান্দরবানের লামা উপজেলার আজিজনগর সন্দ্বীপ পাড়ার বাসিন্দা।
আহতরা হলেন- লামা উপজেলার আজিজনগর সন্দ্বীপ পাড়া এলাকার বাসিন্দা মো. কাউছার (২৪), মানিক মিয়া (৬০), তার স্ত্রী বিবি ফাতেমা (৫০), আব্দুল মালেক (৬০), তার মেয়ে রুম্পা (২০) ও মাসুমা (১৭), একই এলাকার নুরুল কবির (৩৪)।
Advertisement
বাকিরা হলেন- রাঙ্গামাটি জেলার পুরাতন বস্তি এলাকার মো. ফরিদের ছেলে শাহাবউদ্দিন (২১), চকরিয়া উত্তর হারবাং আজিজনগর এলাকার মো. হারুনের ছেলে মো. লোকমান (১৮), চট্টগ্রাম লালখান বাজার এলাকার ব্যবসায়ী মো. ইয়াছিন (৪০), তার স্ত্রী সোমা আক্তার (৩০), কাজের মেয়ে ইসমত (১০) ও অটোরিকশা যাত্রী মো. রাশেদ (২০), মো. মামুন (২২)।
স্থানীয়রা জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনপুকুর এলাকায় কক্সবাজারগামী প্রাইভেটকার (চট্ট মেট্রো-গ ১২-৯৮০৯) এর সঙ্গে লোহাগাড়া বটতলী স্টেশনগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা যাত্রী আব্দুল মান্নান মারা যান। পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ হানিফ বলেন, স্থানীয়রা সড়ক দুর্ঘটনায় আহত ১১ জনকে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা গেছেন। বাকি ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্য তিন চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আবু আজাদ/এএইচ/জেআইএম
Advertisement