রাজনীতি

নেতাকর্মীদের কোনো নির্দেশনা দিয়ে যাননি খালেদা!

চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে দেশ ত্যাগের আগে তিনি দলের নেতাকর্মীদের প্রতি কোনো দিক নির্দেশনা দিয়ে যাননি বলে বিএনপি সূত্রে জানা গেছে।এদিকে বিএনপি প্রধান কবে দেশে ফিরবেন তাও জানেন না দলের অনেকে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ম্যাডাম কবে দেশে ফিরবেন তিনি তা জানেন না।নেতাকর্মীদের প্রতি খালেদা জিয়ার কোনো দিক নির্দেশনা রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে দিদার বলেন, জোট নেতাদের সঙ্গে তো বৈঠক হয়েছে। সেখানেই সব আলাপ হয়েছে।খালেদা জিয়ার অনুপস্থিতিতে কাকে দলের দায়িত্ব দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ২০ দলীয় জোটের জরুরি বৈঠকের পর নজরুল সাহেব তো ব্রিফিং করেছেন।তবে এই মুহূর্তে দলের কাণ্ডারীর দায়িত্ব পালন করবেন কে সেই বিষয়টি নিয়ে তিনি স্পষ্ট কিছু জানেন না বলেও জানিয়েছেন।এ বিষয়ে চেয়ারপারসনের আরেক মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে বলেন, আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব কাউকে দেননি খালেদা জিয়া। তবে অনানুষ্ঠানিকভাবে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের দেখভাল করবেন।জানা গেছে, চিকিৎসার উদ্দেশে লন্ডন যাচ্ছেন এরকম কথা শোনা গেলেও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করবেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে কাছে না থাকা প্রিয় সন্তান, পুত্রবধূ ও নাতি-নাতনির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।এছাড়া লন্ডনে অবস্থানকালে বেশ কয়েকটি রাজনৈতিক অনুষ্ঠানও করতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে।উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।## লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদাএমএম/বিএ

Advertisement