চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে হজের আগে ও পরে ৮৩ হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে পুরুষ ৭৩ ও নারী ১০। মৃত্যুবরণকারী ৮৩ হজযাত্রীর মধ্যে ৭৩ জন মক্কায়, ৯ জন মদিনায় ও একজন জেদ্দায় মৃত্যুবরণ করেন।
Advertisement
ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে পবিত্র হজ পালন শেষে শনিবার (১৭ আগস্ট) শাহাবউদ্দিন (৬৩) নামে এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর-ইএ ০০৬৮৫৩৫। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা থানার রাজৈ গ্রামে। গত ৩ আগস্ট এআরএস ট্রাভেলেটসের মাধ্যমে সৌদি আরব যান তিনি।
উল্লেখ্য, ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ বিমান ও সৌদিয়া যোগে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব যান।
Advertisement
পবিত্র হজ পালন শেষে শনিবার থেকে তারা দেশে ফিরতে শুরু করেছেন।
এমইউ/জেএইচ/এমএস