দেশজুড়ে

কুমিল্লায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একরামুল হক (৩০) নামে এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত একরামুল হক চৌদ্দগ্রাম পৌরসভার সীমান্তবর্তী দক্ষিণ নোয়াপাড়া গ্রামের মোকছেদ মিয়ার ছেলে। হত্যাকাণ্ডে অংশ নেয়া তিনজন সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় একই গ্রামের মৃত জহির মিয়ার ছেলে জামাল ও পরান এবং পরানের ছেলে বাবলুকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।  পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌরসভার রামচন্দ্রপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আবদুল কাদেরের চা দোকানে গত চার দিন আগে লুডু (জুয়া) খেলার সময় নোয়াপাড়া গ্রামের জামাল, পরান ও বাবলুর সঙ্গে একরামুল হকের ঝগড়া হয়।বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেয় এলাকাবাসী। বিকেলে একরামুল হক আবদুল কাদেরের দোকানে আসলে বাবলু, জামাল ও পরানসহ তাদের আরো ২/৩ জন সহযোগী একরামুল হককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। একরামুল হকের ভাই আহছান জানান, একরাম ব্যক্তিগত জীবনে বিবাহিত ও এক সন্তানের জনক। তার জিন্নাতারা নামে চার বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ জানান, ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে জামাল, পরান ও বাবলুকে আটক করা হয়।কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

Advertisement