দেশজুড়ে

মাগুরায় পুকুরে ডুবে যুবকের মুত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তুরান মুন্সি (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তুরান এলাকার আক্তার মুন্সির ছেলে।

নিহতের স্বজনরা জানায়, আজ দুপুর ১২টার দিকে জলাশয় পরিষ্কারের জন্য বাড়ির পাশের পুকুরে নামেন তুরান। তার মৃগী রোগ থাকায় পানিতে ডুবে আর উঠতে পারেননি। পরে পরিবারের লোকজন পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. আরাফাত হোসেন/এমএসএইচ

Advertisement