গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) আঞ্চলিক কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কার্যালয়ের আইপিএস, একটি কম্পিউটার ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নেভায়।গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মুহাম্মদ হাসিবুর রহমান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরীর বরাত দিয়ে জানান, চান্দনা চৌরাস্তায় সিটি কর্পোরেশনের ৪নং জোনের আঞ্চলিক কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভবনের দ্বিতীয় তলার লাইসেন্স ও জন্ম নিবন্ধন শাখার একটি কম্পিউটারের বৈদ্যুৎতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, ওই কার্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষের আইপিএস থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিট চেষ্টার পর আগুন নেভায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি
Advertisement