তথ্যপ্রযুক্তি

বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে ফেসবুক গ্রুপ চ্যাট

কাজের প্রয়োজনে কিংবা আড্ডায় ফেসবুক গ্রুপ চ্যাটের জুড়ি নেই। প্রাইভেসির কথা চিন্তায় এনে এবার ম্যাসেঞ্জারে ফেসবুক গ্রুপ থেকে তৈরি করা গ্রুপ চ্যাট সেবা বন্ধ করছে ফেসবুক। যা আগামী বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে কার্যকর হবে।

Advertisement

তবে গ্রুপ চ্যাট বন্ধ হলেও পূর্বের চ্যাটগুলো দেখা যাবে। শনিবার সকাল থেকেই ব্যবহারকারীদের ম্যাসেঞ্জারে এ সংক্রান্ত নটিফিকেশন দিয়েছে ফেসবুক।

কমিউনিটি লিডারশিপ সার্কেল ফ্রম ফেসবুক এক পোস্টে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম যে কাঠামোতে তৈরি করা হয়েছে তার সঙ্গে ফেসবুকের গ্রুপ চ্যাট ফিচার মানানসই নয়। এছাড়া ফেসবুক ইউজারদের তথ্য সুরক্ষার জন্য সব সময় কাজ করছে এই সামাজিক মাধ্যমটি।

গ্রুপ চ্যাট বন্ধ হলেও ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের সঙ্গে গ্রুপ চ্যাট করা যাবে। ফ্রেন্ড লিস্টে নেই এমন বন্ধুরা গ্রুপে এড হতে পারবে না।

Advertisement

উল্লেখ্য, ফেসবুক চালুর পর ২০১৩ সালে গ্রুপ চ্যাট চালু করা হয়, যা ডেস্কটপ, ল্যাপটপ ছাড়াও অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে ব্যবহার করা যায়।

এএ