স্পেনের বার্সেলোনা ছেড়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার ফিলিপে কৌতিনহো। তবে কৌতিনহোকে বিক্রি করে দেয়নি বার্সা, বায়ার্নকে দিয়েছে ধারে। যদিও চুক্তিতে কেনারও সুযোগ রেখেছে জার্মান চ্যাম্পিয়নরা।
Advertisement
বায়ার্ন জানিয়েছে, ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার কয়েক দিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন। ক্লাবের প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমিনেজ বলেন, ‘নামটা বড় কথা নয়, বড় বিষয় হলো মান।’
২০১৮ সালের জানুয়ারিতে লিভারপুল থেকে ১৪২ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় আসেন কৌতিনহো। দলের হয়ে ৭৬ ম্যাচে গোল করেছেন ২১টি। তবে বার্সায় সাম্প্রতিক সময়ে তার ফর্মটা খুব ভালো যাচ্ছিল না। তাই ব্রাজিলিয়ান তারকাকে ছেড়ে দেয়ারই সিদ্ধান্ত নেয় আরনেস্তো ভালভার্দের দল।
শুক্রবার অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে নতুন মৌসুম শুরু করেছে বার্সা। কৌতিনহো এই ম্যাচে খেলেননি। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে, কৌতিনহোকে বায়ার্নের কাছে ধারে দিয়েছে বার্সা।
Advertisement
গুঞ্জন ছিল, ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে আবারও দলে টানতে কৌতিনহোকে দিয়ে বদলাবদলির প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। সঙ্গে তারা দিতো আরও ১০০ মিলিয়ন ইউরো (৯২.৪ মিলিয়ন পাউন্ড)। তবে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) রাজি করাতে পারেনি লা লিগা জায়ান্টরা। নেইমারকে চড়া দামেই বিক্রি করতে চায় ফরাসি ক্লাবটি।
এমএমআর/জেআইএম