জাতীয়

আগুন নেভাতে ৫০ গাড়িতে পানি

রাজধানীর মিরপুর সেকশন-৭ রূপনগর থানার পেছনে চলন্তিকার মোড়ে বস্তিতে লাগা আগুন নেভাতে সার্বক্ষণিক ৫০টি গাড়িতে পানি সরবরাহ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসা।

Advertisement

বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা (স্টেশন অফিসার) মো. রায়হান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বস্তির আগুনের কাছাকাছি যাওয়ার মতো রাস্তা নেই। যে রাস্তা আছে, সেটা খুব সরু। যে কারণে পানি সরবরাহ করতে অনেক কষ্ট হচ্ছে। আশপাশে আবাসিক ভবন ও বহুতল ভবন রয়েছে। সেসব ভবনের রিজার্ভ ট্যাংকি থেকে পানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু সঙ্কট কাটছে না।’

ওয়াসা ও ঢাকা উত্তর সিটির কাছে পানির সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Advertisement

আগুনের রাস্তায় উৎসুক জনতা রয়েছে। এই উৎসুক জনতার কারণে ওয়াসা ও উত্তর সিটির পানিবাহী বাড়ি প্রবেশে যাতে বাধা না পায় সেজন্য মাইকিং করছে রোভার স্কাউট ও বাংলাদেশ স্কাউটের সদস্যরা।

জেইউ/পিডি/জেডএ