বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Advertisement
কনস্যুলেটের কনফারেন্স রুমে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। শুরুতে কোরআন তিলাওয়াত করেন সিরাজুল মোস্তফা।
কনস্যুলেটের কনস্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খানের সভাপতিত্বে এবং প্রথম সচিব, দূতালয়ের প্রধান প্রবাস লামারংয়ের পরিচালনায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সিলর মরুল হাসান, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব, পাসপোর্ট ও ভিসা, নূরে মাহাবুবা জয়া, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন মোজাফ্ফোর হোসেন।
বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর এ সময় একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
Advertisement
পরে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর জীবনীর ওপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
সভাশেষে ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এমএআর/এমকেএইচ
Advertisement