প্রবাস

শারজায় জাতীয় শোক দিবস পালন

সংযুক্ত আমিরাতের বাণিজ্যিক রাজধানীতে অবস্থিত কনস্যুলেট জেনারেল দুবাই ও বাংলাদেশ সমিতি শারজার যৌথ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সমিতির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন শফিকুল ইসলাম। কুরআন তেলাওয়াতের পরপরই দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

বাংলাদেশ সমিতি শারজাহ শাখার কার্যালয়ে এম এ বাসারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনী।

Advertisement

আলোচনা সভায় বক্তব্য রাখেন কনস্যুলেটের কর্মকর্তা কামরুল হাসান, মুহাম্মদ মনোয়ার হোসাইন, নুর-ই মাহবুবা জয়া ও মোজাফফর হোসাইন। এ ছাড়া আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট গুলশান আরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আমিরাত শাখার ম্যানেজার দিলিপ কুমার, ইঞ্জিনিয়ার আবু নাসেরসহ কমিউনিটির নেতারা।

এসআর/এমকেএইচ