জাতীয়

আবেদন করে ৩৬৫ জনের মধ্যে ৩৪৪ জনের ফলেই পরিবর্তন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে ৩৬৫ জন পরীক্ষার্থীর ফল পুনর্নিরীক্ষণ করে বোর্ড। ফল পুনর্নিরীক্ষণ শেষে ৩৪৪ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

Advertisement

পুনর্নিরীক্ষণে আরও ৪৭ জন পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও ২৪ জন। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ড এই ফলাফল ঘোষণা করেছে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান, ৩৬৫ জন পরীক্ষার্থীর ফল পুনর্নিরীক্ষণের আবেদন যাচাই-বাছাইয়ের পর ৩৪৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ২১ জন পুনর্নিরীক্ষণের পরও ফেল করেছেন। ফেল থেকে পাস করেছেন ৪৭ জন। সর্বমোট গ্রেড পরিবর্তন হয়েছে ২৯৭ জন পরীক্ষার্থীর।

গত ১৭ জুলাই সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ বছর চট্টগ্রাম বোর্ডে পাশের হার ছিল ৬২ দশমিক ১৯ শতাংশ।

Advertisement

এই বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৮৬০ জন। পুনর্নিরীক্ষণের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৪ জন।

এসআর/পিআর