ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্বশুরবাড়ির পাশে একটি পুকুর থেকে রাসেল মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
শুক্রবার সকালে উপজেলার কাইমপুর ইউনিয়নের কাইমপুর পশ্চিমপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মিজান চৌধুরীর ছেলে।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুল ইসলাম জানান, রাসেলের শ্বশুরবাড়ির সঙ্গে বিরোধ নিয়ে বৃহস্পতিবার সালিশি সভা হলেও কোনো মিমাংসা হয়নি। রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেননি। সকালে তার শ্বশুরবাড়ির পাশে একটি পুকুর থেকে মরদেহটি পাওয়া যায়।
তিনি আরও জানান, নিহতের মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেলের স্ত্রী ফাতেমা, ফাতেমার বাবা ওয়াদুদ মিয়া, ভাই রুবেল ও বড় ভাইয়ের স্ত্রী রহিমা আক্তারকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Advertisement
এফএ/এমকেএইচ