দেশজুড়ে

আন্দোলনের মুখে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

টানা তিন দিনের আন্দোলনের মুখে অবশেষে গোপালগঞ্জ বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমরান আলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষকের যৌন আচরণের প্রতিবাদে ও তার অপসারণের দাবিতে শিক্ষার্থীরা গত রোববার থেকে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছিলো। ওই শিক্ষকের বদলির খবর জানতে পেরে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস করেছে। মঙ্গলবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর মো. এলিয়াছ হোসেন স্কুল পরিদর্শন শেষে এ আদেশ দেন। এদিকে, মঙ্গলবার ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো মাঠে নামে শিক্ষার্থীরা। তারা প্রধান শিক্ষকের উপর চড়াও হয়ে তাকে তার অফিসে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাইদ-উর-রহমান এবং সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিনুল ইসলাম ছুটে যান এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন। এরই মধ্যে বিষয়টিকে অন্যখাতে নেয়ার চেষ্টা করে অভিযুক্ত ওই প্রধান শিক্ষক। কিছু শিক্ষার্থীকে নিজের দলে ভিড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করতে যান তিনি। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে একদল শিক্ষার্থী আবারো রাস্তায় নেমে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে সোচ্চার হয়। তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা কিছু সময়ের জন্য গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে। উল্লেখ্য, স্কুলের প্রধান শিক্ষক মো. ইমরান আলী স্কুলের শিক্ষার্থীদেরকে নানা সময়ে যৌন হয়রানিমূলক আচরণ করে থাকেন এমন অভিযোগ আনে স্কুলের শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগও এনেছে।এ ব্যাপারে প্রধান শিক্ষক ইমরান আলী সাংবাদিকদেরকে জানিয়েছেন, কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী একজন বদলি হয়ে যাওয়া শিক্ষকের প্ররোচনায় এসব আন্দোলন করছে। তাদের সঙ্গে স্কুলের অধিকাংশ শিক্ষার্থীর কোনো সম্পৃক্ততা নেই।এস এম হুমায়ুন কবীর/এমজেড/আরআইপি

Advertisement