কেনিয়ার নাইরোবিতে বিশ্ববাণিজ্য সংস্থা-ডব্লিউটিও’র ১০ম মিনিস্টারিয়েল কনফারেন্সে যোগ দিতে জেনেভা গেলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সভায় যোগ দিতে মঙ্গলবার রাতে জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বাণিজ্যমন্ত্রী।ইতালির মিলানে অনুষ্ঠিত এক্সপো মিলানো-২০১৫ তে অংশগ্রহণের জন্য বাংলাদেশের ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এতে সরকারি সেক্টরের ৪জন এবং বেসরকারি সেক্টরের ১০ জন সদস্য রয়েছে। তিনি ২৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। জানা গেছে, স্বল্পোন্নত দেশসহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমুহ যথাযথ গুরুত্ব সহকারে যাতে সভায় উপস্থাপিত হয়, সে বিষয়ে ১৭ এবং ১৮ সেপ্টেম্বর ডব্লিউটিও’র মহাপরিচালক ও গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতগণের সঙ্গে আলোচনা করবেন বাণিজ্যমন্ত্রী তোয়েল আহমেদ। এবারের সম্মেলন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ বর্তমানে এলডিসি কর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছে। দশম মিনিস্টিরিয়াল সম্মেলনে এলডিসি ভুক্ত দেশগুলোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ইতোপূর্বেও এলডিসি ভুক্ত দেশগুলোর নেতা হিসেবে উন্নত দেশগুলোর কাছ থেকে দাবি আদায়ের ক্ষেত্রে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এজন্য এলডিসি ভুক্ত দেশগুলো তোফায়েল আহমেদের প্রশংসা করেন। উল্লেখ্য, প্রতি ৫ বছর পরপর ওর্য়াল্ড এক্সপো অনুষ্ঠিত হয়। পৃথিবীর প্রায় সকল দেশ এতে অংশগ্রহণ করে । এর আগে ২০১০ সালে সাংহাইতে অনুষ্ঠিত ওয়াল্ড এক্সপো-২০১০ এ বাংলাদেশ অংশগ্রহণ করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসএ/এসকেডি/পিআর
Advertisement