অর্থনীতি

ছয় কার্যদিবসে প্রগতি লাইফের শেয়ার দাম বাড়ল ৩৪ টাকা

লভ্যাংশ ঘোষণার পর পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের রাইট শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপরও কমে যাচ্ছিল প্রতিষ্ঠানটির শেয়ার দাম। তবে হঠাৎ করেই কোম্পানিটির শেয়ার দাম বৃদ্ধির পালে হাওয়া লেগেছে। মাত্র ছয় কর্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে প্রায় ৩৪ টাকা।

Advertisement

গত ২৩ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটির লভ্যাংশের ঘোষণ আসে। ডিএসইর তথ্য অনুযায়ী, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

বরাবরই শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দিলেও ২০১৮ সালে প্রগতি লাইফ শেয়ারবাজারে তালিকাভুক্তির পর সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০০৬ সালে তালিকাভুক্তির পর কোম্পানিটি এর আগে কখনও শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশের ওপর লভ্যাংশ দেয়নি।

২০১৭ সালের সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল জীবন বীমা খাতের এই কোম্পানিটি। তার আগে ২০১৬ সালে ৮ শতাংশ নগদ ও ১৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন সংক্রান্ত জটিলতায় ২০১৫ সালের জন্য কোনো লভ্যাংশ দিতে পারেনি প্রগতি লাইফ।

Advertisement

তালিকাভুক্তির পর সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণার প্রভাবে কোম্পানিটির শেয়ার দাম বৃদ্ধির পালেও কিছুটা হাওয়া লাগে। ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বাড়ে ২৬ টাকা। ২৩ জুন প্রগতি লাইফের শেয়ারের দাম ছিল ১৩২ টাকা ২০ পয়সা। সেখান থেকে বেড়ে ১১ জুলাই ১৫৮ টাকা ৫০ পয়সায় পৌঁছে যায়।

অবশ্য এর পরেই আবার ছন্দপতন ঘটে। টানা কমতে থাকে বীমা কোম্পানিটির শেয়ার দাম। শেয়ারের দাম পড়তির মধ্যেই রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত আসে। ডিএসইর মাধ্যমে কোম্পানিটি ঘোষণা দেয়, পরিচালনা পর্ষদ ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট ইস্যু করা হবে। রাইট শেয়ারের ইস্যু মূল্য হবে ৫টা প্রিমিয়ামসহ ১৫ টাকা।

একই সঙ্গে, কোম্পানিটির পক্ষ থেকে অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা করার ঘোষণা দেয়া হয়। এমন সিদ্ধান্ত আসার পরও শেয়ার দামের পতনের ধারা অব্যাহত থাকে। টানা কমতে কমতে শেয়ারের দাম, ৩১ জুলাই ১০৫ টাকা ৭০ পয়সায় চলে আসে।

তবে হঠাৎ করে শেষ ছয় কার্যদিবসে প্রগতি লাইফের শেয়ার দাম টানা বেড়েছে। ৮ আগস্ট লেনদেন শেষে শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৩৯ টাকা। অর্থাৎ চলতি মাসের ছয় কার্যদিবসের জীবন বীমা কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩৩ টাকা ৩০ পয়সা।

Advertisement

২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফের বর্তমান অনুমোদিত মূলধন ২৫ কোটি ও পরিশোধিত মূলধন ১২ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩৯ দশমিক ৫৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক শূন্য ৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩২ দশমিক ৩৬ শতাংশ শেয়ার রয়েছে।

এমএএস/এসআর/এমকেএইচ