প্রতিবছরের ন্যায় এবারেও শুরু হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়া। এটির সুষ্ঠু নিয়ন্ত্রণে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারে-২০১৪’র জুরিবোর্ড গঠন করা হয়েছে। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্য থেকে ২৮টি শাখায় পুরস্কার প্রদানের জন্য তথ্য মন্ত্রণালয় এই জুরিবোর্ড গঠন করেছে। ১৩ সদস্যবিশিষ্ট এই জুরিবোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) হারুন অর রশীদ। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন।জুরি বোর্ডের সদস্যরা হলেন ড. মো. জাহাঙ্গীর হোসেন (প্রধান নির্বাহী, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট), অধ্যাপক সফিউল আলম ভূঁইয়া (চেয়ারম্যান, চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মোরশেদুল ইসলাম (চলচ্চিত্র পরিচালক), মহিউদ্দিন আহমেদ আলমগীর (অভিনেতা), সুবর্ণা মুস্তাফা (অভিনেত্রী), শাম্মী আকতার (কণ্ঠশিল্পী), সুজেয় শ্যাম (সংগীত পরিচালক), মহিউদ্দিন ফারুক (শিল্প নির্দেশক), চিন্ময় মুৎসুদ্দী (সাংবাদিক, চলচ্চিত্র গবেষক), মুজিবুর রহমান দুলু (চলচ্চিত্র সম্পাদক) ও আনোয়ার হোসেন (চলচ্চিত্র গ্রাহক)।এলএ/আরআইপি
Advertisement