ক্যাম্পাস

শিক্ষার মূল লক্ষ্য মানুষের মাঝে মানবতাবোধ জাগ্রত করা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে মানুষের মাঝে মানবতাবোধ জাগ্রত করা। তাই সমাজের পরিবর্তনে শিক্ষার কোনো বিকল্প নেই`।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে ‘আবদুল হক মুন্সী-গুলনাহার বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ আয়োজিত প্রথম বর্ষ বিএস সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় দুই কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেয়ার সময় এ কথা বলেন তিনি।উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা নিজেদের মনে মানবতাবোধ জাগ্রত করবে। আর এর মাধ্যমেই নিজেদের সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে`। এই কৃতি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ায় নিজেদের আরো যুগোপযোগী ও দক্ষ করে গড়ে তুলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।প্রথম বর্ষ বিএস সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ লাভ করায় বিশ্ববিদ্যায়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের দুই মেধাবী শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন- নাজমুল হোসেন ও ফারহানা ইসলাম ফারহা। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. শফিকুল ইসলাম এবং ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক মো. শহীদুল হক মুন্সী বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এমএইচ/একে/আরআইপি

Advertisement