মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরির অভিযোগে গাজীপুরের পাঁচ গ্রাহকের কাছ থেকে পাঁচ লাখ ৭৫ হাজার ৯৪৪ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার মহানগরীর পূবাইল এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল) শেখ মোহাম্মদ আলী জানান, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজ সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। এ সময় মিটার টেম্পারিং করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মহানগরীর পূবাইলের নৈপাড়া এলাকার বাসিন্দা জহিরুল ইসলামকে ৯৪ হাজার ১২৪ টাকা, মাঝুখান এলাকার মোহাম্মদ জাহাঙ্গীরকে ৫৯ হাজার ১৫ টাকা, করতমলা এলাকার জালাল উদ্দিনকে এক লাখ ৪০ হাজার ৯৩৫ টাকা, মধ্য খাইলকুর এলাকার মোশারফ হোসেনকে এক লাখ পাঁচ হাজার ৮২৬ টাকা ও তালটিয়া এলাকার আহাদুল্লাহকে এক লাখ ৭৬ হাজার ৪৪ টাকা জরিমানা করা হয়। আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি
Advertisement