আন্তর্জাতিক

আত্মহত্যাকারীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন পুলিশ (ভিডিও)

পুলিশ সদস্যদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। কখনো কর্তব্যে গাফিলতি, কখনো দুর্নীতিতে জড়িয়ে পড়া, আবার কখনো সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ নিত্যদিনের। চারিদিকে পুলিশকে নিয়ে নেতিবাচক খবরই বেশি শোনা যায়। ভারতের নাসিকের কুম্ভ মেলায় এক পুলিশ কর্মকর্তা যা করলেন তা কোনো প্রশংসাই যথেষ্ট নয়।মনোজ বারাহাতে নামের ২৪ বছর বয়সী শিক্ষানবীশ ওই কর্মকর্তা নাসিকের কুম্ভ মেলায় ডিউটি পালন করছিলেন। মনোজের দায়িত্ব ছিল আমারধাম ব্রিজের ওপর চলাফেরা করা মানুষের নিরাপত্তার দেখাশুনা করা। হঠাৎ নাসিকের আমারধাম ব্রিজের ওপর থেকে সোমবার বিকেল ৪টার দিকে ঝাঁপ দেন এক মধ্যবয়স্ক ব্যক্তি। প্রথমে মনোজ ও অন্যান্য পুলিশ সদস্যরা ওই ব্যক্তি ঠেকানোর চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় মনোজ কোনো কিছু না ভেবে সেই ব্যক্তিকে বাঁচাতে ২০ ফুট ব্রিজের ওপর থেকে ঝাঁপ দেন। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।মনোজের এই ভূমিকায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশংসা করেছেন।সূত্র : ইন্ডিয়া টুডে।এসআইএস/পিআর

Advertisement