জাতীয়

শোক দিবসে দুস্থদের মাঝে খাবার বিতরণে ঈদের প্রভাব

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে খাবারের আয়োজন ও লোক সমাগমে কিছুটা ঈদের প্রভাব পড়েছে।

Advertisement

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকার মোড়ে প্যান্ডেল থেকে খাবার বিতরণ করতে দেখা যায়। রাজধানীর শাহবাগ মোড়ে খাবার বিতরণ করতে দেখা যায় থানা আওয়ামী লীগের পক্ষ থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে করা প্যান্ডেল থেকে খাবার সংগ্রহ করেন অনেকেই। সারিবদ্ধভাবে খাবার নিতে দেখা যায় তাদের।

ঢাকা মহানগর দক্ষিণ শাখার নির্বাহী কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ জাগো নিউজকে বলেন, প্রতিবারের মতো এবারও ঢাকার প্রায় সবগুলো ইউনিট শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই আমরা সুশৃঙ্খলভাবে খাবার বিতরণ করছি।

রাজধানীর মগবাজার মোড়ে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করেছেন ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোক্তার সরদার। তিনি বলেন, আমার বাবা মরহুম আখতার সরদার ১৯৭৬ সাল থেকে এই দিনে খাবারের আয়োজন করে আসছেন। আমরা ওয়ান ইলেভেনের পরেও খাবার রান্না করেছিলাম। তখন খাবারের পাতিল নিয়ে যায় তৎকালীন সরকারের লোকজন।

Advertisement

মোক্তার সরদার আরও বলেন, প্রতিবছর আমরা প্রায় দশ হাজার লোকের খাবারের ব্যবস্থা করে থাকি। কিন্তু এবার ঈদ, ডেঙ্গু পরিস্থিতি সবকিছু মিলিয়ে অনেক কম খাবারের আয়োজন করা হয়েছে। আমরা বাদ জোহর খাবার বিতরণ শুরু করবো।

ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা জাগো নিউজকে বলেন, আমাদের প্রায় ৩৬ থানার ৬৩টি ওয়ার্ডের সবগুলো ইউনিট খাবার বিতরণের আয়োজন করেছে। প্রতিটি ইউনিট প্রায় দুই হাজার লোকের খাবারের আয়োজন করেছে। ঈদের প্রভাবে লোকজনের উপস্থিতি বিগত বছরগুলোর তুলনায় কিছুটা কম।

এইউএ/এমএসএইচ/জেআইএম

Advertisement