প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ইতিহাসের এক বেদানাবিধুর ও বিভীষিকাময় দিন।’
Advertisement
জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে এ কথা বলেন প্রধান বিচারপতি। এবারের রক্তদান কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি উদ্বোধন করার পর আনুষ্ঠানিকভাবে রক্তদান কর্মসূচি শুরু হয়।
প্রধান বিচারপতি আরও বলেন, ‘১৯৭৫ সালের এ দিনে পরিবার-পরিজনসহ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন স্বাধীন বাংলাদেশের স্থপতি। এটা ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অশ্রুভেজা কলঙ্কময় রাত। বাঙালি জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় তার শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করছে।’
Advertisement
তিনি বলেন, ‘জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন আমাদের দায়িত্ব হবে সে লক্ষ্যে কাজ করে তার স্বপ্ন পূরণ করা। তাহলেই তার বিদেহী আত্মা শান্তি পাবে।’
এর আগে কোরআন খতম শেষে বিশেষ দোয়া হয়। সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এফএইচ/এনডিএস/জেআইএম
Advertisement