স্বাস্থ্য অধিদফতর প্রস্তাবিত স্যানিটারি ইন্সপেক্টরের ৮০৪টি নতুন পদ সৃষ্টি ও স্যানিটারি ইন্সপেক্টরশিপ ডিগ্রিধারীদের নিরাপদ খাদ্য বিধিমালা ২০১৪ এ অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্যানিটারি ইন্সপেক্টরশিপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগের অধীনে উপজেলা পর্যায়ে প্রায় শত বছর আগে গঠিত একজন স্যানিটারি ইন্সপেক্টর দ্বারা খাদ্যে ভেজাল প্রতিরোধ সম্ভব নয়। প্রতি উপজেলায় একাধিক স্যানিটারি ইন্সপেক্টর পদ সৃষ্টিসহ ৮০৪টি নতুন পদ সৃষ্টি করতে হবে।তারা বলেন, বর্তমানে দেশের ৭টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে প্রায় ২ হাজার ৫শ জনবল ফুড সেফটির ওপর ৩ বছরের কোর্স সম্পন্ন করে এবং প্রতি বছর সাড়ে ৩শ জনবল পাস করে বের হচ্ছে তাদের নিরাপদ খাদ্য আইনের অধীনে পদায়ন করে দেশের বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু খাদ্যে ভেজাল প্রতিরোধের কাজ বাস্তবায়ন করতে হবে।সংগঠনের আহ্বায়ক এম এ কাশেমর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন এসআইডাব্লিএবির আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবীব, সংগঠনের সাবেক মহাসচিব মনির হোসেন,যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম প্রমুখ।আএসএস/এসকেডি
Advertisement