হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার অভিযোগে গ্রেফতারকৃত দুই যুবকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খোন্দকারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ১৭ জুন পিটিআই স্কুলের সামনে থেকে জোরপূর্বক ধরে নিয়ে যান কয়েকজন যুবক। তাকে একটি বাসায় নিয়ে ধর্ষণ করা হয়। এসময় ঘটনার ভিডিও চিত্র ধারণ করা হয়। পরবর্তীতে পুনরায় তাকে ওই ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অনৈতিক কাজের প্রস্তাব দেয় ধর্ষণকারীরা। এতে সে রাজি না হওয়ায় তারা ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেন। ওই ছাত্রী বিষয়টি তার অভিভাবককে জানায়। পরে তার বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ শহরের বগলা বাজার এলাকার মৃত নারায়ণ দেবের ছেলে রাজন দেব (২১) ও উমেদনগর এলাকার মৃত মাখন মিয়ার ছেলে নূরুল আমিনকে (২২) বগলা বাজার এলাকা থেকে গ্রেফতার করে। পরে পুলিশ তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানায়। এর প্রেক্ষিতে শুনানি শেষে বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।সৈয়দ এখলাছুর রহমান/এমজেড/আরআইপি
Advertisement