খেলাধুলা

বাংলাদেশ-আফগানিস্তান বিশ্বকাপ ম্যাচ তাজিকিস্তানের দুশানবে

গ্রুপিং হওয়ার পরই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মনোভাব ছিল আফগানিস্তানে খেলতে না যাওয়ার। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে আফগানিস্তান হোম ম্যাচের ভেন্যু তাদের দেশে করলে আপত্তি জানাবে বাফুফে। মৌখিকভাবে তা জানিয়েও দেয়া হয়েছিল ফিফা-এএফসিকে। এরপর থেকেই আলোচনা, আগামী ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচটি বাংলাদেশ কোথায় খেলবে?

Advertisement

একবার কাতারের দোহা, আরেকবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই বলে বলে পানি ঘোলা করলেও শেষ পর্যন্ত আফগানিস্তান বাংলাদেশের বিরুদ্ধে তাদের হোম ভেন্যু চূড়ান্ত করেছে তাজিকিস্তানের দুশানবেতে।

আগামী ১০ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচটি। গত রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে নিরাপত্তা হুমকির কারণে নিজে দেশে ভেন্যু করতে পারেনি যুদ্ধবিধ্বস্ত দেশটি। তারা ম্যাচ খেলেছিল ইরানে।

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি দিয়েই বাংলাদেশ শুরু করবে কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের মিশন। ‘ই’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ ভারত, ওমান এবং ২০২২ বিশ্বকাপ আয়োজক কাতার।

Advertisement

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে কাতারের বিরুদ্ধে ১০ অক্টোবর ঢাকায়, তৃতীয় ম্যাচ ভারতের বিরুদ্ধে কলকাতায়, চতুর্থ ম্যাচ ওমানের বিরুদ্ধে ১৪ নভেম্বর। আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের হোম ম্যাচ আগামী বছর ২৬ মার্চ ঢাকায়। কাতারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ৩১ মার্চ, ভারতের বিরুদ্ধে হোম ম্যাচ ৪ জুন, ওমানের বিরুদ্ধে হোম ম্যাচ ৯ জুন।

আরআই/আইএইচএস/এমএস