গণমাধ্যম

সংসদ টেলিভিশনের অনুষ্ঠানের গুণগতমান বৃদ্ধির নির্দেশ

সংসদ বাংলাদেশ টেলিভিশনের নিম্নমানের অনুষ্ঠান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এর ব্যবস্থাপনা কমিটি। এজন্য এই টেলিভিশনটির অনুষ্ঠানের গুণগন মান ও ভাবমূর্তি উন্নয়নের নির্দেশ দেয় কমিটি। জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির আহবায়ক আ.স.ম ফিরোজ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ নির্দেশ দেওয়া হয়। সভায় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র জানায়, সভায় সংসদ টেলিভিশনের জন্য অনুষ্ঠান নির্ধারণ, প্রচারকাল বৃদ্ধি ও অনুষ্ঠানের গুণগত মান এবং ভাবমূর্তি উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। সংসদ টেলিভিশনে প্রচারের জন্য সম্ভাব্য অনুষ্ঠানমালার বিষয়ে সংসদ-সদস্যদের প্রস্তাব আহ্বান করে চিঠি  দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানকে আকষর্ণীয়, কার্যকর ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে অনুষ্ঠানসূচিতে অন্তর্ভুক্তিযোগ্য আইটেম ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয়াদি সম্বলিত একটি প্রস্তাব তৈরির জন্য তিন সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনগণের কল্যাণে দেশের অগ্রগতি ও উন্নয়ন ত্বরান্বিত করার মাধ্যমে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি, নীতিমালা ও পদক্ষেপ সম্পর্কিত প্রচার, সংসদ সম্পর্কিত কার্যক্রমের সাপ্তাহিক পরিক্রমা, সংসদীয় কমিটিসমূহের বৈঠক ও সুপারিশগুলোর ব্যাপারে জনসাধারণকে অবহিতকরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।জনগণের প্রত্যাশার প্রতি লক্ষ্য রেখে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা এবং উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা ও দায়িত্ব পালন অথবা তাদের ব্যক্তিগত জীবনযাপনের বিশেষ দিকগুলো জনগণের কাছে তুলে ধরার ব্যাপারেও মতামত ব্যক্ত করা হয়।এইচএস/এসএইচএস/পিআর

Advertisement