ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাসেল (৩২) নামের রমনা পার্কের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। ঈদের দিন (সোমবার) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Advertisement
মৃত রাসলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারকেলবাড়ি গ্রামের সেলিমের ছেলে। তিনি ঢাকার রমনা পার্কে পরিচ্ছন্নতাকর্মীর হিসেবে নিয়োজিত ছিলেন।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাসেল ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে গ্রামের বাড়িতে আসেন। প্রথমে তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে অবস্থার অবনতি হলে গত ১০ আগস্ট তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপতালের চিকিৎসক শৈলেন্দ্র নাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
এদিকে খুলনার সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক জানিয়েছেন, খুলনায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪৪৭ জন। এর মধ্যে ৩০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৪২ জন। এই ১৪২ জন এর মধ্যে নতুন রোগী ১৭ জন। এ পর্যন্ত মারা গেছে ৪ জন।
আলমগীর হান্নান/এমবিআর/জেআইএম