বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে মাঝ পদ্মায় একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় রনি (৮) নামের এক শিশুসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
এদিকে এ ঘটনার পর ওই রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, মঙ্গলবার সকালে ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ি ঘাটের দিকে রওনা হয়। সকাল পৌনে ৯টার দিকে মাঝ পদ্মায় পৌঁছালে হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে স্পিডবোটটি উল্টে যায়। এ সময় স্পিডবোটের ১৬ জন যাত্রী পানিতে ডুবে যায়। পরে ঘাট থেকে অন্য একটি স্পিডবোট গিয়ে তাদের উদ্ধার করে।
এ ঘটনায় কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছে বলে একাধিক সূত্রে জানালেও রনি নামের এক শিশুর নিখোঁজ থাকার কথা বলছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসিএ)।
Advertisement
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া থেকে আসা স্পিডবোটটি মাঝ পদ্মায় ডুবে যায়। অন্যান্য যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তবে এক শিশু যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানতে পেরেছি। এদিকে বৈরী আবহাওয়ার কারণে সকাল পৌনে ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
এ কে এম নাসিরুল হক/এমবিআর/জেআইএম