জাতীয়

বিমান অফিসিয়ালদের সৌদি প্রবেশের ব্যবস্থা হচ্ছে

চলতি বছর হজের দায়িত্ব পালন করতে সৌদিতে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭১ জন কর্মকর্তা-কর্মচারী দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরাইভেল অনুয়ায়ী ৭ আগস্ট ফ্লাই না করে ১১ আগস্ট ফ্লাই করায় তাদের আটকে দেয়া হয়। তবে বিষয়টিকে আটকে দেয়া হয়েছে মানতে নারাজ বিমান বাংলাদেশ।

Advertisement

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানবন্দর শাখার মহাব্যবস্থাপক নুরুল ইসলাম হাওলাদার জাগো নিউজকে বলেন, আমরা সৌদি ইমিগ্রেশনের সঙ্গে সফল যোগাযোগ করেছি। আজই (মঙ্গলবার) বিমান কর্মকর্তা-কর্মচারীরা সৌদি আরব প্রবেশ করে তাদের হজ ডিউটি শুরু করবেন।

জানা গেছে, এবারের ফিরতি হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমানের এসব কর্মকর্তা-কর্মচারীদের ভিসা দেয় সৌদি কর্তৃপক্ষ। গত ৭ আগস্ট তাদের যাওয়ার শর্তে ভিসা দেয় সৌদি কর্তৃপক্ষ। তবে বিমানের এসব কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত তারিখে যেতে পারেননি। যার কারণে সৌদি ইমগ্রেশন তাদেরকে আটকে দেয়।

চলিতি বছর হজ ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে বিমানে ৬৩ হাজার ৫৯৯ হজযাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু ১২৭০ সরকারি প্রতিনিধিসহ অতিরিক্ত আরও ১৪১৭ জন সৌদি এয়ারলাইন্সের নির্ধারিত হজযাত্রীও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে।

Advertisement

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে জেদ্দা ১২টি ফ্লাইট, সিলেট থেকে জেদ্দা দুটি ফ্লাইট, চট্টগ্রাম থেকে মদিনা সাতটি এবং সিলেট থেকে মদিনায় একটি ফ্লাইট পরিচালিত হয়েছে।

চলতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৭ আগস্ট এবং চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আরএম/আরএস/জেআইএম

Advertisement