দেশজুড়ে

ছাগলের চামড়া ১০ টাকা

রাজশাহীর বাঘা উপজেলায় ১০ টাকা দরে প্রতিটি ছাগলের চামড়া বিক্রি হয়েছে। সোমবার দুপুরে কোরবানির ছাগলের চামড়া গ্রামে গ্রামে ঘুরে ১০ টাকা দরে কিনতে দেখা যায় ফড়িয়াদের।

Advertisement

উপজেলার আড়ানী গোচর গ্রামের চামড়া ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, চাহিদা না থাকায় ছাগলের প্রতিটি চামড়া ১০ টাকা দরে কিনেছি। এ দামে চামড়া কিনে স্থানীয় আড়তে বিক্রি করব। পরিবহন খরচ বাদ দিয়ে একটি ছাগলের চামড়ায় দুই টাকা লাভের আশা করছি।

আড়ানী গোচর গ্রামের আকরাম আলী বলেন, চামড়ার কোনো চাহিদা নেই। কোরবানির পশুর চামড়া কেউ কিনতে চায় না। অবশেষে স্থানীয় একজন ফড়িয়া এসে খাসি ছাগলের চামড়া প্রতিটি ৫০ টাকা আর বকরি ছাগলের চামড়া ১০ টাকা দরে কিনেছেন। গত বছর যে দাম ছিল তার চেয়ে দ্বিগুণ কম দামে চামড়া বিক্রি করেছি আমরা।

আড়ানীর চামড়া আড়তদার ইলিয়াস হোসেন বলেন, চাহিদা না থাকায় চামড়া কম দামে কিনতে হচ্ছে। এসব চামড়া কিনেও লাভ হবে কিনা জানি না। তারপরও কিনছি। ফড়িয়াদের কাছে দুই-এক টাকা বেশি দিয়ে চামড়া কিনছি। এছাড়া সমাজ প্রধানের প্রতিনিধিরা চামড়া নিয়ে আসছেন। তাদেরও কাছে থেকে ফড়িয়াদের মতো দাম দিয়ে কিনছি চামড়া।

Advertisement

এএম/পিআর