জাতীয়

প্রধানমন্ত্রীর হাতে ‘শেখ কামাল : উদ্দীপ্ত তারুণ্যের দূত’

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ তনয় শেখ কামালের ৭১তম জন্মদিনে জয়ীতা প্রকাশনী থেকে প্রকাশিত ‘শেখ কামাল : উদ্দীপ্ত তারুণ্যের দূত’ গ্রন্থটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে গ্রন্থটির সম্পাদক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত ও গ্রন্থটির প্রকাশক জয়ীতা প্রকাশনীর ইয়াসিন কবির জয় বইয়ের কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ তনয় শেখ কামালের ৭১তম জন্মদিনে আবাহনী ক্লাব প্রাঙ্গণে দুর্লভ আলোকচিত্র সম্বলিত তথ্যবহুল বইটির মোড়ক উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

ওইদিন বহুমুখী প্রতিভার অধিকারী শহীদ শেখ কামালের সংক্ষিপ্ত কিন্তু কর্মময় জীবনের অর্ধশতাধিক আলোকচিত্র নিয়ে দিনব্যাপী প্রদর্শনীরও আয়োজন করে জয়ীতা প্রকাশনী।

Advertisement

বিএ/পিআর