বিনোদন

নুসরাত ফারিয়ার দুঃখ প্রকাশ

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত নুসরাত ফারিয়ার অভিষেক হওয়া ছবি ‘আশিকি’ কোরবানি ঈদেই মুক্তি পাচ্ছে। তার আগেই বলিউডে ইমরান হাশমির বিপরীতে কাজ করার সুযোগ পেয়ে ফারিয়া এখন শোবিজের ‘হট কেক’। নভেম্বর মাসেই বিঞ্চু দত্তের ‘গোয়াহ’ ছবিতে শুটিং শুরু করবেন এই অভিনেত্রী। কিন্তু সম্প্রতি বেশ কিছু বিতর্কের মুখোমুখী তিনি।তারমধ্যে কলকাতার ‘এবেলা’ নামের একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বেশ কিছু মন্তব্যের জন্য সমালোচনার শিকার হচ্ছেন নুসরাত ফারিয়া। সেখানে এই নবাগতা চিত্রনায়িকা বলেছেন, ‘বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলতে টেলিভিশন মিডিয়াকেই বোঝায়। এখানে স্যোশাল মিডিয়ায় ফলোয়ার দেখে বিবেচনা করা হয় কে স্টার, আর কে নয়।’বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং টালিগঞ্জের মধ্যে কোন পার্থক্য নজরে এলো? এবেলার দেয়া এমন প্রশ্নের জবাবে ফারিয়া বাংলাদেশের সঙ্গে তুলনা করে টালিগঞ্জের প্রশংসায় বলেন, ‘এখানে কাজের পরিবেশ অনেক আলাদা। এখানে ইন্ডাস্ট্রি মানে ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি এখানে (টালিগঞ্জ) শিখতে এসেছি।’ফারিয়ার এমন মন্তব্যে সমালোচনা শুরু হয়েছে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে। এ ধরনের মন্তব্যে নিজ দেশের চলচ্চিত্র শিল্পকে ছোট করা হয়েছে-এমন অভিযোগ তুলেছেন অনেক চলচ্চিত্র তারকা ও নির্মাতারা।কিন্তু এ বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ফারিয়া দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার দেশের ইন্ড্রাষ্ট্রিকে ছোট করে আমি কখনোই কোনো মন্তব্য করতে পারিনা। আমি উত্তর দিয়েছি এক রকম আর পত্রিকাটি লিখেছে অন্যভাবে। শিল্পীদের সাথে প্রত্রিকার এধরনের ‘মিসটেক’ নতুন কিছু নয়। ওদের সাক্ষাতকারটি আমিও পড়েছি এবং আপসেট হয়েছি। খুব বেশি আহত হয়েছি সেখানে আমার নামটাও ভুল দেখে। ওরা নুসরাত ফারিয়া না লিখে লিখেছে নুসরত ফারিয়া। যেটা কাম্য ছিলনা।’ফারিয়া আরো বলেন, ‘বিভ্রান্তির খবরে কেউ হতাশ হবেন না। আমি সবার আগে বাংলাদেশের মানুষ। এটা আর দশজন বাঙালির মতো আমাকেও প্রভাবিত করে।’এদিকে ফারিয়ার সাক্ষাতকারটি নির্মাতা এস এ হক অলিক তার ফেসবুকে লিখেছেন, ‘ফারিয়া তুমি এটা কি বললে? বাংলা ভাষা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সর্বপরি বাংলাদেশ এটা তোমার আমার এবং আমাদের সকলের। কেনো নিজেকে এবং নিজের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ছোট করছো? এটাতো বাংলাদেশকেও ছোট করা হয়। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এতো বড় যে সেখানে তুমি ধুলি কনা মাত্র। নিজের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবাসো, নিজের মাতৃভাষাকে ভালোবাসো, নিজের দেশকে ভালোবাসো তাহলে সবাই তোমাকে ভালোবাসবে।’অন্যদিকে নির্মাতা সাফিউদ্দিন সাফি ফারিয়াকে উদ্দেশ্য করে তার ফেসবুকে লিখেছেন, ‘এটা তুমি ঠিক বলনি। আমাদের চলচ্চিত্রকে তুমি অপমান করেছো। এর জন্য তোমার ক্ষমা চাওয়া উচিৎ। আর তুমি সোস্যাল মিডিয়ার ফলোয়ারের কথা বলছো? ১ কোটি ফলোয়ারের একজন রাস্তায় দাড়াক কেউ ফিরেও তাকাবে না কিন্তু ফিল্মের একজন স্টার রাস্তায় দাড়ালে কয়েক ঘন্টার জন্য ঢাকা অচল হয়ে যাবে যানজটের কারনে। তখন বুঝবে কে স্টার।’এছাড়া আরো অনেকেই নিজেদের ফেসবুক ওয়ালে ফারিয়ার প্রতি ক্ষোভ নিয়ে নানা কথা বলছেন। প্রসঙ্গত, এর আগে ফারিয়া বিভিন্ন গণমাধ্যমে দাবি করেছেন বলিউডে অভিনয় করা তিনিই প্রথম বাংলাদেশি নায়িকা। কিন্তু বলিউডে ফারিয়ার আগে বেশ কয়েকজন বাংলাদেশি নায়িকাই অভিনয় করেছেন। এ নিয়েও সমালোচনার ঝড় উঠে সোশাল মিডিয়াতে।এ প্রসঙ্গে ফারিয়া জাগো নিউজকে বলেন, ‘আগে যারা অভিনয় করেছেন তারা জয়েন্ট ভেঞ্চারের ছবিতে কাজ করেছিলেন। কিন্তু আমিই প্রথম যে বলিউডের একক প্রযাজনার ছবিতে কাজ করতে যাচ্ছি। আমি এটাই বলতে চেয়েছি কিন্তু কিছু পত্রপত্রিকা আমিই প্রথম বাংলাদেশ থেকে বলিউডে নায়িকা হিসেবে কাজ করছি এমন খবর প্রকাশ করেছেন।’তাহলে কেন এমন ভুল খবর নিজের ভেরিফায়েড ফেসবুক ফ্যান পেজে শেয়ার করেছেন? এমন প্রশ্ন ছুঁড়ে দিলে ফারিয়ার কাছ থেকে কোনো সদোত্তর মিলেনি।আলোচনা-সমালোচনা যাই হোক, গণমাধ্যমের পাতায় নুসরাত ফারিয়া মানেই এখন ক্রেজ আর বাড়তি কাটতি। দেশীয় মিডিয়ার পাশাপাশি বিষয়টি বুঝি ভারতীয় গণমাধ্যমও অনুধাবন করতে পারছে। তাই ভারতের পত্রিকাগুলোও নুসরাত ফারিয়ার খবর আগ্রহের সাথে বেশ প্রকাশ করছে। এজন্য আগামীকাল ভারত যাচ্ছেন ফারিয়া। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’র ফটোশুটের জন্য আগামীকাল সকালের ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন।এনই/এলএ

Advertisement