ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বাড়ানোর পাশাপাশি সামর্থবানদের বানভাসি মানুষেরও পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার বঙ্গভবনে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
Advertisement
সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, শান্তি ও সমতা প্রতিষ্ঠায় সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।
এর আগে সকাল ৮টায় হাইকোর্টের সামনে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
পরে সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ এবং পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
Advertisement
এইউএ/এসএইচএস/জেআইএম