খেলাধুলা

নেইমারকে ছাড়া শুরু থেকেই অপ্রতিরোধ্য পিএসজি

পিএসজিতে থাকবেন কি থাকবেন না- এ নিয়েই দারুণ সিদ্ধান্তহীনতায় নেইমার। মূলতঃ তিনি থাকতে চাচ্ছেন না। কিন্তু অন্য কোনো ক্লাবেও এখনও পর্যন্ত থিতু হতে পারলেন না। এ পরিস্থিতিতে দলের সঙ্গে প্র্যাকটিস করলেও নেইমারকে খেলানোর চিন্তা থেকে সরে এসেছে পিএসজি।

Advertisement

এমনই এক পরিস্থিতিতে ফেঞ্চ লিগ ওয়ান শুরু করেছে ফ্রান্সের চ্যাম্পিয়নরা। শুরুতেই নেইমারকে ছাড়া যে অপ্রতিরোধ্য গতি দেখালো তারা, তাতেই বোঝা যাচ্ছে সদ্য শুরু হওয়া এই মৌসুমটা কেমন কাটাবে তারা।

প্রথম ম্যাচেই নিজেদের মাঠ পার্ক ডি প্রিন্সেসে তারা মুখোমুখি হলো নিমেসের এবং প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছে পিএসজি। এডিনসন কাভানি, কাইলিয়ান এমবাপে এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে নিমেসকে ৩-০ গোলে হারিয়েছে প্যারিসের ক্লাবটি।

নেইমার না থাকলেও যে পিএসজি শক্তিশালি- সেটাই বোঝা গেছে এই ম্যাচে। বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপেই এখন মূলতঃ পিএসজির মূল তারকা। সঙ্গে উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি এবং আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া- এই দু’জনও গোল পেলেন।

Advertisement

ম্যাচের ২৪ মিনিটেই গোল আদায় করে নেয় পিএসজি। পেনাল্টি থেকে গোলটি করেন কাভানি। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে তারা। ৫৬ মিনিটে এমবাপে এবং ৬৯ মিনিটে গোল করেন ডি মারিয়া।

এই ম্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য দিন হচ্ছে, ম্যাচ চলাকালীন পিএসজি সমর্থকরা নেইমার বিরোধী ব্যানার প্রদর্শণ করে গ্যালারিতে। যেখানে তারা লিখে জানিয়ে দিয়েছে, ‘নেইমারকে আমরা আর দেখতে চাই না।’

আইএইচএস/জেআইএম

Advertisement