জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এবারও জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৭টায় প্রথম জামাত। এরপর পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়।
Advertisement
প্রতিটি জামাত শেষে মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এবার ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতেও বিশেষ দোয়া করা হয়।
সকাল থেকেই দলে দলে মুসল্লিরা জাতীয় মসজিদের ঈদ জামাতে অংশ নেন। ঈদের প্রতিটি জামাতই প্রায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
অন্যদিকে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তল্লাশি করে মুসল্লিদের মসজিদে প্রবেশ করানো হয়। নিরাপত্তার কড়াকড়িতেও সন্তুষ্ট ছিলেন মুসল্লিরা।
Advertisement
এদিকে ঈদের প্রধান জামাত রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটায় অনুষ্ঠিত এই প্রধান জামাতে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ এতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের প্রায় লাখো মুসলমান।
অন্যদিকে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ও যথাযথ মর্যাদায় জাতীয় সংসদে ভবনে ঈদুল আজহার বিশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সংসদের দক্ষিণ প্লাজার টানেলে এ জামাত অনুষ্ঠিত হয়।
সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মুজিবুল হক এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, সংসদ সদস্যরা, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ ঈদের নামাজ আদায় করেন।
এসএইচএস/জেআইএম
Advertisement