জাতীয়

গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের বিরুদ্ধে সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। রোববার এক সরকারি তথ্য বিবরণীকে এ আহবান জানানো হয়।

Advertisement

এতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্যে জাতিকে বিভ্রান্ত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে গুজব সৃষ্টি করে যাচ্ছে। ভবিষ্যতেও মহলটি এ ধরনের আরো গুজব প্রচার করবে বলে আশঙ্কা রয়েছে। এ ধরনের গুজব কারো নজরে পড়লে সামাজিক মাধ্যমসহ সর্বস্তরে এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।

গুজব বিষয়ে সন্দেহজনক কিছু মনে হলে ৯৯৯ নম্বরে তাৎক্ষণিক ফোন করে পুলিশের সাহায্য নেয়ার অনুরোধ করা হয়েছে।

এছাড়া এ সকল বিষয়ে তথ্য আদান-প্রদানের জন্য পিআইডি’র ৯৫১২২৪৬ ও ৯৫১৪৯৮৮ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

Advertisement

এএ/এমএস