ভাইরাল হয়েছে অ্যানিমাল শেল্টারের গাধা এমিলি। সোশ্যাল মিডিয়ায় তো অনেককেই গান গাইতে দেখেছেন এবং শুনেছেন। কিন্তু একটা গাধা গান গাইছে মনের আনন্দে, তা শুনেছেন কী কখনো?
Advertisement
ভারতের পুণের অ্যানিমাল শেল্টারের গাধা এমিলি ছাড়া বিড়াল, কুকুর, গরু এবং মোষও রয়েছে। এমিলির সঙ্গে খেলার ছলেই এই ভিডিও করেন সেখানকার এক কর্মী।
ভিডিওতে এমিলির ভোকাল রেঞ্জ স্পষ্ট বোঝা যায়। এরপর ওই কর্মী এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিতেই তা ভাইরাল হয়ে যায়।
রেসকিউ চ্যারিটেবল ট্রাস্টের প্রধান জেসিকা রবার্টস বলেন, অসুস্থ বা আহত পশুদের ছবি সোশ্যাল মিডিয়ায় তারা তুলে ধরেন। এবার তাঁরা এমিলির সুরেলা গান পোস্ট করে সকলকে খুশি করতে চেয়েছিলেন। আয়ারল্যান্ডের এক গাধার গান গাওয়ার ভিডিও থেকে তাঁর এই ভিডিওর কথা মাথায় আসে। জানা যায়, পুণের রাস্তায় অসুস্থ অবস্থায় পাওয়া গিয়েছিল এমিলিকে। এক সন্তানের সে জন্ম দিলেও সেই সন্তান বাঁচেনি। রাস্তা থেকেই এমিলিকে তুলে নিয়ে এসে তার সেবা-যত্ন করে তাকে সুস্থ করে তোলা হয়। প্রথমে বেশি লোকজন-কোলাহল পছন্দ না করলেও এখন সে ভালোই আছে এবং মনের আনন্দে তাই মাঝে মধ্যেই গলা ছেড়ে গান করে এমিলি। তাইতো ইন্টারনেটে ভাইরাল এমিলি গান।
Advertisement
এএ/এমএস