আন্তর্জাতিক

নেপালে দফায় দফায় বিস্ফারণ

নেপালের দক্ষিণাঞ্চলীয় ঝাপা জেলায় কয়েকটি গির্জার সামনে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে এ বিস্ফারণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়েছে। খবর বিবিসির। পুলিশের একজন কর্মকর্তা জানান, দেশটির দামাক, খাজুরগাছি এবং সুরুঙ্গার কয়েকটি গির্জার সামনে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর এসব জায়গায় হিন্দু মোর্চা নেপাল নামে একটি সংগঠনের লিফলেট পাওয়া গেছে।নেপালের সাংবিধানিক পরিষদ দেশটিকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই এ বিস্ফোরণের ঘটনা ঘটল।নেপালকে হিন্দু রাষ্ট্রের মর্যাদা দিতে বেশ কয়েকটি হিন্দু সংগঠন দাবি জানিয়ে আসছে। ২০০৭ সাল পূর্ববর্তী রাজতন্ত্রের সময় নেপাল বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্রের মর্যাদা পেত।এসআইএস/আরআইপি

Advertisement