স্বাস্থ্য

ডেঙ্গু চিকিৎসায় চার হাসপাতালে বিএসএমএমইউর ৯০ চিকিৎসক

ডেঙ্গু রোগীদের নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৯০ জন চিকিৎসক রাজধানীর চারটি সরকারি হাসপাতালে কাজ করছেন। তাদের মধ্যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩০ জন, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে ২০, ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটলজি অ্যান্ড অর্থোপেডিক রেহাবিলিটেশনে (নিটোর) ২০ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ডিউটি করছেন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

Advertisement

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা সূত্রে জানা গেছে, চলতি বছর ১০ আগস্ট পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৮ হাজার ৮৪৪ জন। ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন ২৯ হাজার ৩৭৫ জন।

বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ৪২০ জন। তাদের মধ্যে ঢাকা শহরে ভর্তি আছেন ৫ হাজার ২৫৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ১৬২ জন। আক্রান্তদের মধ্যে সরকারি হিসাবে মারা গেছেন ২৯ জন।

১১ আগস্ট (রোববার) সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব, উচ্চপদস্থ কর্মকর্তা, অধিদফতরের মহাপরিচালক, পরিচালক এবং স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা সভা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন হাসপাতালে সেবা প্রদানকারী চিকিৎসক-নার্স স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সবাইকে অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান এবং পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন।

Advertisement

এমইউ/এনডিএস/জেআইএম