টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভোজদত্ত ঈদগাঁহ মাঠে ঈদুল আযহার দিন ১৪৪ ধারা জারি করা হয়েছে।
Advertisement
জেলার দুই উপজেলা ঘাটাইল ও কালিহাতীর সীমান্তবর্তী দুটি গ্রামের বিরোধকে কেন্দ্র ১২ আগস্ট ঈদুল আযহার দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারার এ আদেশ জারি করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মদ সাইদুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ঈদগাঁহ মাঠ নিয়ে ঘাটাইল ও কালিহাতী উপজেলার সীমান্তবর্তী দুটি গ্রামের বিরোধ আর নামাজ আদায়কে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় ঈদুল আযহার দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোজদত্ত ঈদগাঁহ মাঠে চারশ গজের মধ্যে ১৪৪ ধারা জারির এ আদেশ দিয়েছেন টাঙ্গাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট। গত ৭ আগস্ট এ আদেশ জারি করা হয় বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এমএএস/পিআর
Advertisement