দেশজুড়ে

পটুয়াখালীর ২২ গ্রামে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর বিভিন্ন উপজেলার ২২ গ্রামের মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।

Advertisement

রোববার সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আবদুল গনি।

এছাড়া পটুয়াখালী সদর, নিশানবাড়িয়া, দুমকী, বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকা, কলাপাড়া উপজেলার ছয়টি গ্রামসহ বেশকিছু এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে পশু কোরবানি করেন তারা।

স্থানীয় বাসিন্দা সাইফুল জানান, ঈদের নামাজ আদায় করার পরে অন্যরকম ভালো লাগছে।

Advertisement

বদরপুর দরবার শরীফ জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল গনি জানান, প্রতিবারের মতো এবারও তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ও নামাজ শেষে পশু কোরবানি দিয়েছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমবিআর/পিআর