তথ্যপ্রযুক্তি

আকাশে উড়ছে টাটা ন্যানো গাড়ি

পাইলট হওয়ার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। তবে সুযোগ মেলেনি। তবে স্বপ্ন সফল হয়েছে ভারতের বিহারের ছাপরার মিথিলেশ প্রসাদের।

Advertisement

নিজের টাটা ন্যানোর একটি গাড়িকে হেলিকপ্টার বানিয়ে ফেলেছেন। দিব্যি উড়ছে সেই গাড়ির হেলিকপ্টার!

শুধু বাইরে থেকেই নয়, ভিতরের ইঞ্জিন বদলে রীতিমত হেলিকপ্টারের রূপ দেওয়া হয়েছে। রং করা হয়েছে। চকচকে সেই নতুন হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে মাঠে।

তবে এটিই প্রথম নয়। এর আগে উত্তরপূর্ব চিনের কৃষক জু ইয়ুহু এয়ার বাস এ৩২০ মডেলের একটি প্লেন তৈরি করেছিলেন। তৈরি করেছিলেন রানওয়েও।

Advertisement

এছাড়াও পাকিস্তানের পপকর্ণ বিক্রেতা মহম্মদ ফইয়াজ প্রায় ৯০ হাজার টাকা খরচ করে বানিয়েছিলেন একটি পুরো প্লেন।

এজন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি। তবে অনুমতি না থাকায় সেই বিমান আটকে দেয় পুলিশ।

এএ/পিআর

Advertisement