খেলাধুলা

বন্ধুদের জন্য দলের বাইরে থাকতে রাজি স্টার্ক

‘দল জিতছে, এটাই বড় কথা। একাদশে জায়গা নিয়ে ভাবছি না।’-অস্ট্রেলিয়া দলের পেস আক্রমণের সেরা অস্ত্র মিচেল স্টার্কের নাকি কোনো আক্ষেপই নেই দলের বাইরে থাকা নিয়ে।

Advertisement

স্টার্ক বরং জানালেন, যদি দল জেতে তবে প্রয়োজনে পুরো অ্যাশেজ সিরিজ সাইড বেঞ্চে থাকতে রাজি আছেন তিনি। বার্মিংহামে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে এখন ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

দলের কম্বিনেশনের জন্য নিজের খেলার কথা ভাবেন না স্টার্ক। তিনি বলেন, ‘আমরা এখানে অ্যাশেজ জিততে এসেছি। এখানে সময় কাটাতে আসিনি। আমরা অ্যাশেজ জিততে চাই। সেটার জন্য যদি প্রতি ম্যাচে আলাদা বোলিং আক্রমণ গড়তে হয় অথবা পাঁচ টেস্টেই এক রকম বোলিং আক্রমণ থাকে, বেশ ভালোই হবে।’

চোট কাটিয়ে দলে ফিরে প্রথম টেস্টে দারুণ বোলিং করেছেন জেমস প্যাটিনসন। স্টার্ক তাকে এভাবে খেলতে দেখে ভীষণ খুশি। প্যাটিনসনকে নিয়ে তিনি বলেন, ‘জিমিকে (প্যাটিনসন) ফিরতে দেখে দারুণ লাগছে। সে যেমন একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল, প্যাট কামিন্সও একবার এমন চোটে পড়েছিল। তাদের ফিট অবস্থায় জ্বলে উঠতে দেখে খুবই ভালো লাগছে।’

Advertisement

তবে প্রথম টেস্টে পেসাররা ভালো করায় দ্বিতীয় টেস্টেও স্টার্কের একাদশে ফেরার সম্ভাবনা কমে গেল। যদিও এটা নিয়েই মোটেই কষ্ট নেই বাঁহাতি এই পেসারের। জানালেন, বন্ধুদের জন্য জায়গা ছাড়তে আপত্তি নেই তার।

স্টার্কের ভাষায়, ‘আমরা সবাই খুব ভালো বন্ধু। বন্ধুকে ব্যাগি গ্রিনে ফিরে টেস্টে ভালো করতে দেখা তো দারুণ ব্যাপার। এর জন্য আমাকে এবং জশকে (হ্যাজলউড) এখন আরও বেশি চেষ্টা করতে হবে। আমার মনে হয়, একটা দলে আপনি এমনটাই দেখতে চাইবেন।’

এমএমআর/জেআইএম

Advertisement