জাতীয়

মিনায় হজযাত্রী নারীর মৃত্যু

মিনায় হজযাত্রী নারীর মৃত্যু

পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনকালে মোছা. ছালেহা খাতুন (৫২) নামে এক নারী হজযাত্রী মিনার তাবুতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ৯ জুলাই (শুক্রবার) তিনি মারা যান।

Advertisement

পাবনা জেলার সাথিয়া থানার বাসিন্দা ছালেহা খাতুনের পাসপোর্ট নম্বর বিওয়াই ০২৮৪২৬০। তিনি বেসরকারি মীর আমিনা ট্রালেভস্ অ্যান্ড ট্যুরস এজেন্সির মাধ্যমে গত ২ আগস্ট বিজি ৩২৭৭ ফ্লাইটে সৌদি আরব যান।

চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ৯ আগস্ট পর্য়ন্ত মোট ৪৩ জন মারা যান।

তাদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ৭ জন। তাদের মধ্যে ৩৫ জন মক্কায়, ৬ জন মদিনায়, জেদ্দায় ১ জন ও মিনাতে ১ জনের মৃত্যু হয়।

Advertisement

এমইউ/এসএইচএস/এমকেএইচ