ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ব্যবসায়ী নির্মল সিকদার (৫৪)। শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকার মহাখালী এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
Advertisement
নির্মল সিকদার ফরিদপুরের বোয়লমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড় নগর গ্রামের মৃত বীরেন সিকদারের ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। তিনি একজন মুদি ব্যবসায়ী এবং সাতৈর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মোল্লা জানান, গত শনিবার (২ আগস্ট) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন নির্মল। ওই দিনই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে চারদিন আগে গত মঙ্গলবার তাকে ঢাকার মহাখালীতে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩ জন, আর জেলায় মৃতের সংখ্যা ৮ জনে দাঁড়াল। বাকি ৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
Advertisement
বি কে সিকদার সজল/এমএএস/পিআর