আন্তর্জাতিক

হিন্দু রাষ্ট্র থাকছে না নেপাল

বিশ্বের একক হিন্দু রাষ্ট্রের খেতাব আর থাকছে না নেপালের। দেশটির পার্লামেন্টে ভোটাভুটির পর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে থাকতে হচ্ছে দেশটিকে। সোমবার গণপরিষদে এক ভোটাভুটিতে শোচনীয়ভাবে পরাজিত হয় হিন্দুপন্থী জাতীয় গণতান্ত্রিক দলের আনা হিন্দু রাষ্ট্রের পক্ষের প্রস্তাবটি। খবর টাইমস অব ইন্ডিয়ার। ৬০১ সদস্যের গণপরিষদের সদস্যদের মধ্যে দুই তৃতীয়াংশ ভোট পড়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দিকে। একই সঙ্গে প্রস্তাবিত নতুন সংবিধানে হিন্দু রাষ্ট্রে পরিণত হওয়ার প্রস্তাব বাতিল হয়ে গেছে।বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র থেকে ২০০৮ সালের মে মাসে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়েছিল নেপাল। রাজতন্ত্রের সমর্থক রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি-নেপাল এর চেয়ারম্যান কামাল থাপা এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির অমরিত বোহোরা সংবিধানে নেপালকে ধর্মনিরপেক্ষ থেকে আবারো হিন্দু রাষ্ট্রে পরিণত করার দাবি জানান। পরে এ বিষয়ে গণপরিষদের ৬০১ সদস্যের মত জানতে চাওয়া হলে মাত্র ২১ জন হিন্দু রাষ্ট্রের পক্ষে ভোট দেন। দেশটির গণপরিষদের নিয়ম অনুযায়ী, কোনো প্রস্তাব পাসের জন্য অন্তত ৬১ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। এসআইএস/এমএস

Advertisement