সাড়ে তিন ঘণ্টা পর উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল চলাচল চলাচল শুরু হয়েছে। এর আগে শুক্রবার বেলা ১টা ২০ মিনিটে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে ট্রেনটির একটি বগির দুটি চাকা বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে সেতুতে উঠার আগে লাইনচ্যুত হয়।
Advertisement
তবে এতে কেউ হতাহত না হলেও ঢাকা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিটি লাইনে তোলার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।
ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসটি অতিরিক্ত যাত্রীর ভারে লাইনচ্যুত হয়েছিল বলে চালক তাজুল ইসলাম জানিয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
Advertisement
এমএএস/পিআর