বিনোদন

প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু

৬৭ বছরের পুরানো বিশ্বের বৃহত্তম সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এ এবারের স্লোগান ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য্য’। আত্মবিশ্বাসী নারীদের জন্য এটাকে খুশির খবরই বলা চলে। কারণ প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার বিশ্ব মঞ্চে পা রাখতে চলেছে বাংলাদেশ।

Advertisement

শুরু হয়েছে জাতীয় পর্যায়ে সুন্দরী প্রতিযোগিতার প্রথম বাছাই পর্বের নিবন্ধন। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতার জন্য আগ্রহী নারীরা www.missuniverse.com.bd এই সাইটটিতে ভিজিট করে বিনামূল্যে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন চলবে আগামী ২৯-০৮-২০১৯ তারিখ পর্যন্ত।

নিবন্ধন প্রক্রিয়া এবং প্রতিযোগিতা সম্পর্কীয় যাবতীয় তথ্য জানতে আগ্রহীরা facebook.com/MUBangladesh এই অফিসিয়াল ফেসবুক পেইজটির সাহায্য নিতে পারেন।

নিবন্ধন কার্যক্রম শেষে শুরু হবে প্রতিযোগী বাছাই, বিশ্ব আসরে প্রতিদ্বন্দ্বিতা করার উপযুক্ত করে গড়ে তোলার জন্য গ্রুমিং ও ফিল্মিং রাউন্ডের কাজ।

Advertisement

বাংলাদেশে প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করছে রিজ ইভেন্টস, অফ ট্র্যাক ও ট্রিলজি। সেরা প্রতিযোগী চলতি বছরের ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ‘মিস ইউনিভার্স’-এর আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এমএবি/এমএস